পোস্টগুলি

মে, ২০২৩ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

পূবালী ব্যাংকে ৬৬০ টি পদে বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

ছবি
 পূবালী ব্যাংকে ৬৬০ টি পদে বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ :

শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল খেলায় ব্যাপক মারামারি

 শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এ আজ সকালে শাহজালাল ইসলামী ব্যাংক ও পূবালী ব্যাংকের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। খেলায় শাহজালাল ব্যাংক ৪ - ১ গোলে যখন এগিয়ে যায় তখন ভাড়া করা খেলোয়াড় বলে চারিদিক থেকে চিৎকার শুরু হয় এক পযার্য়ে ২ দলের খেলোয়াড়দের মধ্যে মারামারি শুরু হয়। পরবর্তীতে ২ দলের খেলোয়াড় ও দর্শকদের মধ্যে চেয়ার নিয়ে মারামারি করতে দেখা যায়। মারামারি তে শেষ খবর পাওয়া পর্যন্ত এক জনের মাথা ফেটে গুরুতর আহত সহ ২ দলের বেশ কয়েক জন আহত হয়েছেন।

ডাচ্ বাংলা ব্যাংকে র ফাস্ট ট্র্যাকে আবেদন করার শেষ তারিখ ৩১/০৫/২০২৩ #DBBL

ছবি
ডাচ্ বাংলা ব্যাংকের ফাস্ট ট্র্যাকে আবেদন করার লাস্ট তারিখ ৩১/০৫/২০২৩।  এই সময়ের মধ্যে  সঠিক ভাবে অনলাইনে আবেদন করতে হবে। যাদের অন্য চাকরির ৩ বছরেন অভিজ্ঞতা আছে তারাই শুধু মাত্র এই  চাকরির আবেদন করতে পারবেন। আবেদন করার সময় আপনার বর্তমান চাকরির যোগদানের তারিখ যেটা  দিবেন সেই অনুযায়ী আপনার কাছে যোগদানের হার্ড কপি থাকতে হবে যেটা ভাইভার সময় নিয়োগ কর্তাগণ যাচাই-বাছাই করবেন। যারা ২ টা চাকরির অভিজ্ঞতা দেখাবেন তাদেরকে অবশ্যই প্রথম জবের ছাড় #DBBL Fast Track  পত্রের হার্ড কপি থাকতে হবে। যারা আবেদন করবেন তাদের মধ্যে থেকে শর্ট লিস্ট করে এস এস এম র মাধ্যমে ভাইভার তারিখ জানানো হয়। ডাচ্ বাংলা ব্যাংক প্রতিষ্ঠার শুরু থেকে অনেক শুনামের সহিত তাদের ব্যাংকিং  কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।  All bd m news  ডাচ্ বাংলা ব্যাংকের এই নিয়োগ পরবর্তী সকল আপটেড প্রকাশ করবেন।

মাইকেল মধুসূদন দত্তের বাড়ির নতুন সৌন্দর্য

ছবি
কপোতাক্ষ নদী  কবির বাড়ি  মাইকেল মধুসূদন দত্তের বাড়ির নতুন সৌন্দর্য হল কপোতাক্ষ নদের দুই পাড়ের সংস্কাণর। নদীর দুই পাশের সৌন্দর্য দেখতে প্রতি দিন শত শত মানুষ ভিড় করছেন। সেখানে নৌকার মাধ্যমে নদীতে ভ্রমণ করার সুযোগ থাকায় পর্যাটকদের আর্কষণ দিন দিন বেড়েই চলেছে। এছাড়া কবির বাড়ির সামনের ফুল বাগানের সৌন্দর্য দেখেও পর্যাটকরা খুব খুশি। টিকিটের মূল্য মাত্র ১০ টাকা সহ গাড়ি পার্কিং এর সুব্যবস্থা থাকায় দূর দুরান্ত থেকে মানুষ কবির বাড়ির সৌন্দর্য দেখতে আসেন।

শেখ হাসিনা আন্ত: ব্যাংক ফুটবল টুর্নামেন্টের ডাচ্ বাংলা ব্যাংক ও এক্সিম ব্যাংকের খেলা যে কারণে পরিত্যক্ত হয়:

ছবি
ডাচ্ বাংলা ব্যাংক ও এক্সিম ব্যাংকের খেলা যে কারণে পরিত্যক্ত হয়:  শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর খেলায়  আজ  ২১/০৫/২০২৩ তারিখ বিকাল ৩.৩০ মিনিটে ডাচ্-বাংলা ব্যাংক ও এক্সিম ব্যাংকের মধ্যে খেলা  শুরু হয়। খেলা শুরু হওয়ার  ১০ মিনিট পর ডাচ্ বাংলা ব্যাংক অভিযোগ করেন যে,  এক্সিম ব্যাংকের 11 জন খেলোয়াড় বিভিন্ন পেশাদার ফুটবল খেলার সাথে জড়িত। এক্সিম ব্যাংক সামপ্রতিক তাদেরকে অস্থায়ী নিয়োগ দিয়ে খেলায় অংশগ্রহণ করান বলে ডাচ্ ব্যাংলা ব্যাংক অভিযোগ করেন। ডাচ্ বাংলা ব্যাংক দর্শক ও এক্সিম ব্যাংকের বিভিন্ন সূত্র থেকে জানতে পারেন। এমতাবস্থায় উক্ত খেলাটি সাময়িক ভাবে বন্ধ ঘোষণা করা হয়। ডাচ্ বাংলা ব্যাংকের ফুটবল টিমের কো- অডিনেটর  আব্দুর  রহমান সিকদার লিখিত ভাবে শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল খেলার আয়োজক সভাপতি বরাবর লিখিত অভিযোগ করেন। 

জয় দিয়ে DBBL ব্যাংকের শুভ সূচনা:

শেখ হাসিনা আন্তঃ ব্যাংক ফুটবল টুর্নামেন্টের প্রথম ম্যাচে আজ ডাচ্ বাংলা ব্যাংক এনসিসি ব্যাংকে ৫-০ তে পরাজিত করে। জি গ্রুপ থেকে ডাচ্ বাংলা ব্যাংকের এই টা ছিলো প্রথম ম্যাচ।   জয় দিয়ে শুভ সূচনা করায় ডাচ্ বাংলা ব্যাংক কতৃপক্ষ সকল খেলোয়াড়কে অভিনন্দন জানিয়েছেন এবং আগামীতেও এই জয়ের ধারা অব্যহত থাকবে বলে সেই আশা ব্যক্ত করেন। আগামী রবিবার ২১/০৫/২০২৩ তারিখ ডাচ্ বাংলা ব্যাংকের গ্রুপ পর্বের দ্বিতীয় খেলা। 

শেখ হাসিনা আন্ত: ব্যাংক ফুটবল টুর্নামেন্ট ২০২৩।

 শেখ হাসিনা আন্ত: ব্যাংক ফুটবল টুর্নামেন্ট ২০২৩। আজ ১৩ মে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে শেখ হাসিনা আন্ত ব্যাংক ফুটবল টুর্নামেন্ট ২০২৩ খেলার শুভ উদ্বোধন করেন সেনাবাহিনীর প্রধান জেনারেল  এস এম শফিউদ্দিন আহমেদ। ৩৩ টি ব্যাংক এই খেলায় অংশগ্রহণ করবেন।