 |
| কপোতাক্ষ নদী |
 |
| কবির বাড়ি |
মাইকেল মধুসূদন দত্তের বাড়ির নতুন সৌন্দর্য হল কপোতাক্ষ নদের দুই পাড়ের সংস্কাণর। নদীর দুই পাশের সৌন্দর্য দেখতে প্রতি দিন শত শত মানুষ ভিড় করছেন। সেখানে নৌকার মাধ্যমে নদীতে ভ্রমণ করার সুযোগ থাকায় পর্যাটকদের আর্কষণ দিন দিন বেড়েই চলেছে। এছাড়া কবির বাড়ির সামনের ফুল বাগানের সৌন্দর্য দেখেও পর্যাটকরা খুব খুশি। টিকিটের মূল্য মাত্র ১০ টাকা সহ গাড়ি পার্কিং এর সুব্যবস্থা থাকায় দূর দুরান্ত থেকে মানুষ কবির বাড়ির সৌন্দর্য দেখতে আসেন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন