ডুয়েল কারেন্সি কার্ড সহজে কোথায় পাবেন! See where to get dual currency cards easily #Dbbl

 Dbbl Prepaid Visa card 

ডাচ্ বাংলা ব্যাংকে খুব সহজেই পাওয়া যাচ্ছে ডুয়েল কারেন্সি প্রিপেইড কার্ড। 

 ক্রেডিট কার্ড নেওয়ার জন্য বিভিন্ন ব্যাংক শর্ত দিয়ে থাকেন যার কারণে অনেকই ডুয়েল কারেন্সি ক্রেডিট কার্ড নিতে পারেন না। ক্রেডিট কার্ডের মত প্রিপেইড কার্ডেও থাকছে ডুয়েল কারেন্সির সুবিধা।  
ক্রেডিট কার্ড ও প্রিপেইড কার্ডের মধ্যে  পার্থক্য কি:
এক জন কাস্টমারকে ব্যাংক ক্রেডিট কার্ড দিয়ে থাকেন তার স্যালারি বা অন্য যে কোন বৈধ ইনকামের ুউপর নির্ভর করে। কাস্টমার যদি চাকরি করেন তাহলে তার Gross Salary যত টাকা হয় তার ২ বা ৩ গুন লিমিট দিয়ে থাকেন। তবে সব ব্যাংক যে ২ বা ৩ গুন লিমিট দেন বিষয়টা এমনা না  বিভিন্ন ব্যাংক ডুয়েল কারেন্সি প্রিপেইড কার্ড বিভিন্ন রকম লিমিট দিয়ে থাকেন। আবার যারা বিজনেস করেন তাদেরকেও বিভিন্ন ব্যাংক ক্রেডিট কার্ড দিয়ে থাকেন।  মোট কথা ক্রেডিট কার্ডে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা ব্যাংক দিয়ে দেন কাস্টমার সেই টাকা খরচ করবেন আবার মাসের শেষে বিল দিয়ে দিবেন এই টায় হল ক্রেডিট কার্ড। 
আর প্রিপেইড কার্ড হল ব্যাংক আপনাকে কোন টাকা দিবে না আপনি টাকা জমা করবেন আবার আপনি যখন খুশি তখন কেনাকাটা বা নগদ টাকা উত্তোলন করে খরচ করতে পারবেন। এই কেনাকাটা বা নগদ টাকা উত্তোলনের জন্য আপনাকে অতিরিক্ত কোন চার্জ দিতে হবে না। কিন্তু ক্রেডিট কার্ডে ক্যাশ উত্তোলনে বা কেনাকাটার জন্য শর্ত ভঙ্গ করলে আপনাকে অতিরিক্ত চার্জ দিতে হবে।
DBBL প্রিপেইড VISA কার্ডের সুবিধা সমূহ:

** ডুয়েল কারেন্সি সুবিধা 
** দেশ- বিদেশের সব এটিএম থেকে ক্যাশ উত্তোলনের সুবিধা 
**ফেসবুক বা ইউটিউবে ডলার বুস্ট করার সুবিধা 
** কোন বাৎসরিক চার্জ নাই
**কোন হিডেন চার্জ নাই
**ডলার এন্ডোর্সমেন্ট করার সুবিধা 
** পজ মেশিন ব্যবহার করে কেনাকাটা করার সুবিধা 

কি কি পের্পাস লাগবে: 

** ভোটার আইডি কার্ডের ফটোকপি ১ টা

** নমনীর ভোটার আইডি কার্ডের ফটোকপি ১টা 

**  নিজের ও নমনির এক কপি করে ছবি

** বর্তমান যে বাসায় থাকেন সেই বাসার বিদ্যুৎ বিলের কপি।

এই সকল পের্পাস নিয়ে ডাচ্ বাংলা ব্যাংকের যে কোন শাখায়, উপশাখায় ও ফাস্ট ট্র্যাকে গেলে আপনি খুব সহজেই ডুয়েল কারেন্সি VISA Card  করতে পারবেন। 



# DBBL # visa Card # Dual currency cards, # Credit card 

H


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ঈদুল আজহা উপলক্ষে নতুন টাকার নোট কোথায় পাবেন দেখুন: