পোস্টগুলি

জুন, ২০২৩ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

টিকিট ছাড়া মেট্রোরেল ভ্রমণ

ছবি
 টিকিট ছাড়া মেট্রোরেল ভ্রমণ করতে চাইলে Rapid  পাস কার্ড বা এম আর টি পাস কার্ড ব্যবহার করতে হবে। মেট্রোরেল আগামী অক্টোবর থেকে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চলাচল শুরু করবে। দীর্ঘ দিনের যানযট থেকে  ঢাকা বাসি  মুক্তি পাবে বলে আশা করা যাচ্ছে।  মেট্রোরেলে চলাচলের জন্য টিকিট কাটার দীর্ঘ লাইনে দাঁড়াতে হবে না যদি আপনার একটি MRT pass Card বা Rapid pass Card থাকে।  ঐ কার্ড স্কান করে যাত্রীরা তাদের গন্তব্যে  খুব সহজে পৌঁছাতে পারবেন। কোথায় পাবেন Rapid pass Card:  Rapid card খুব সহজে কোন ধরনের কাগজ পত্র ছাড়াই আপনি ডাচ্ বাংলা ব্যাংক থেকে সংগ্রহ করতে পারবেন। নিম্নে রেপিড কার্ডের ফরম সংযুক্ত করা হল এটা আপনারা প্রিন্ট করে আপনারা আইডি কার্ডের তথ্য ও পেশা মোবাইল নম্বর উল্লেখ করে ফরম টি পূরন করে ডাচ্ বাংলা ব্যাংকে জমা দিলেই আপনি  Rapid পাস কার্ড পেয়ে যাবেন। কার্ডের জামানত হিসাবে আপনাকে ২০০ টাকা ও রিসার্চ ২০০ টাকা মোট ৪০০ টাকা জমা দিতে হবে। নিজে না গিয়েও Rapid  পাস কার্ড ফরমটি পূরণ করে যে কেউ আপনার হয়ে কার্ডটি সংগ্রহ করতে পারবে।   আর MRT PASS Card  মে...

ডুয়েল কারেন্সি কার্ড সহজে কোথায় পাবেন! See where to get dual currency cards easily #Dbbl

ছবি
 Dbbl Prepaid Visa card   ডাচ্ বাংলা ব্যাংকে খুব সহজেই পাওয়া যাচ্ছে ডুয়েল কারেন্সি প্রিপেইড কার্ড।   ক্রেডিট কার্ড নেওয়ার জন্য বিভিন্ন ব্যাংক শর্ত দিয়ে থাকেন যার কারণে অনেকই ডুয়েল কারেন্সি ক্রেডিট কার্ড নিতে পারেন না। ক্রেডিট কার্ডের মত প্রিপেইড কার্ডেও থাকছে ডুয়েল কারেন্সির সুবিধা।   ক্রেডিট কার্ড ও প্রিপেইড কার্ডের মধ্যে  পার্থক্য কি: এক জন কাস্টমারকে ব্যাংক ক্রেডিট কার্ড দিয়ে থাকেন তার স্যালারি বা অন্য যে কোন বৈধ ইনকামের ুউপর নির্ভর করে। কাস্টমার যদি চাকরি করেন তাহলে তার Gross Salary যত টাকা হয় তার ২ বা ৩ গুন লিমিট দিয়ে থাকেন। তবে সব ব্যাংক যে ২ বা ৩ গুন লিমিট দেন বিষয়টা এমনা না  বিভিন্ন ব্যাংক ডুয়েল কারেন্সি প্রিপেইড কার্ড বিভিন্ন রকম লিমিট দিয়ে থাকেন। আবার যারা বিজনেস করেন তাদেরকেও বিভিন্ন ব্যাংক ক্রেডিট কার্ড দিয়ে থাকেন।  মোট কথা ক্রেডিট কার্ডে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা ব্যাংক দিয়ে দেন কাস্টমার সেই টাকা খরচ করবেন আবার মাসের শেষে বিল দিয়ে দিবেন এই টায় হল ক্রেডিট কার্ড।  আর প্রিপেইড কার্ড হল ব্যাংক আপনাকে কোন টাকা দিবে না আপনি ...

ঈদুল আজহা উপলক্ষে নতুন টাকার নোট কোথায় পাবেন দেখুন:

ছবি
 বাংলাদেশ ব্যাংক ঈদের সময় প্রতিবার বাজারে নতুন টাকার  নোট সরবরাহ করে থাকেন।  এই নতুন নোট সরকারি বেসরকারি বিভিন্ন ব্যাংকের শাশার মাধ্যম বাজারে সরবরাহ করে থাকেন কিন্তু ব্যাংকের সব শাখায় এই নোট পাওয়া যায় না। নির্ধারিত কিছু কিছু শাখায় এই নতুন টাকার নোট পাওয়া যায়। কোথায় কোথায় এই নতুন নোট পাবেন দেখে নিন।  #নতুন টাকা # বাংলাদেশ ব্যাংক ব্যাংকের শাখার লোকেশন 

শেখ হাসিনা আন্ত ব্যাংক ফুটবল টুর্নামেন্ট ২০২৩ চ্যাস্পিয়ন দল ইউনিয়ন ব্যাংক সহ কোন দল কত টাকা পেলো দেখুন।

ছবি
শেখ হাসিনা আন্ত ব্যাংক ফুটবল টুর্নামেন্ট ২০২৩ আল আরাফা ব্যাংকের সাপোর্টারগণ বিভিন্ন ব্যাংকের কর্মকর্তাবৃন্দ  চ্যাম্পিয়ন ইউনিয়ন ব্যাংকের খেলোয়াড়  বাংলাদেশ ব্যাংক কতৃক আয়োজিত দেশে প্রথম বার ব্যাংকারদের নিয়ে আয়োজন করা হয় শেখ হাসিনা আন্ত ব্যাংক ফুটবল টুর্নামেন্ট ২০২৩। এই টুর্নামেন্টে ৩৪ টি ব্যাংক অংশগ্রহণ করে গ্রুপ পর্যায়ের খেলা শেষে ইউনিয়ন ব্যাংক ও আল আরাফা ব্যাংক  ফাইনালে উঠেন। আজ ৯/০৬/২০২৩ শুক্রবার উক্ত টুর্নামেন্টের ফাইনাল  খেলা বাংলাদেশ  আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। ফাইনাল  খেলায় মাননীয় প্রধানমন্ত্রী  শেখ হাসিনা প্রধান অতিথি হিসাবে  উপস্থিত থেকে খেলা  উপভোগ করেন।  ফাইনাল ম্যাচে  ইউনিয়ন ব্যাংক ও আল আরাফা ব্যাংক হাড্ডা হাড্ডি লাড়াই করে ইউনিয়ন ব্যাংক ২ - ১ গোলে আল আরাফা ব্যাংকে পরাজিত করে প্রথমবাবের মত ইউনিয়ন ব্যাংক  চ্যাম্পিয়ন হন। চ্যাম্পিয়ন দল হিসাবে ইউনিয়ন ব্যাংকে ৫০ লক্ষ টাকার চেক প্রদান করা হয়  এবং আল আরাফা ব্যাংকে ৪০ লক্ষ টাকার চেক প্রদান করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই পুরুষ্কার খেলোয়াড়দের হাতে  তুলে ...

শেখ হাসিনা আন্তঃ ব্যাংক ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর ফাইনাল যে ২ দুই দল লড়াই করবেন।

ছবি
 শেখা হাসিনা আন্তঃ ব্যাংক ফুটবল টুর্নামেন্ট ২০২৩  এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে বাংলাদেশ আর্মি স্টেডিয়াম বনানীতে । উক্ত ফাইল ম্যাচে মাননীয় প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন বলে আশা করা যাচ্ছে।  আগামী ৯ জুন ফাইনালে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের মুখোমুখি হবে ইউনিয়ন ব্যাংক লিমিটেড। 

সাজেদা ফাউন্ডেশনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ.।

ছবি