টিকিট ছাড়া মেট্রোরেল ভ্রমণ
টিকিট ছাড়া মেট্রোরেল ভ্রমণ করতে চাইলে Rapid পাস কার্ড বা এম আর টি পাস কার্ড ব্যবহার করতে হবে। মেট্রোরেল আগামী অক্টোবর থেকে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চলাচল শুরু করবে। দীর্ঘ দিনের যানযট থেকে ঢাকা বাসি মুক্তি পাবে বলে আশা করা যাচ্ছে।
মেট্রোরেলে চলাচলের জন্য টিকিট কাটার দীর্ঘ লাইনে দাঁড়াতে হবে না যদি আপনার একটি MRT pass Card বা Rapid pass Card থাকে। ঐ কার্ড স্কান করে যাত্রীরা তাদের গন্তব্যে খুব সহজে পৌঁছাতে পারবেন।
কোথায় পাবেন Rapid pass Card:
Rapid card খুব সহজে কোন ধরনের কাগজ পত্র ছাড়াই আপনি ডাচ্ বাংলা ব্যাংক থেকে সংগ্রহ করতে পারবেন। নিম্নে রেপিড কার্ডের ফরম সংযুক্ত করা হল এটা আপনারা প্রিন্ট করে আপনারা আইডি কার্ডের তথ্য ও পেশা মোবাইল নম্বর উল্লেখ করে ফরম টি পূরন করে ডাচ্ বাংলা ব্যাংকে জমা দিলেই আপনি Rapid পাস কার্ড পেয়ে যাবেন। কার্ডের জামানত হিসাবে আপনাকে ২০০ টাকা ও রিসার্চ ২০০ টাকা মোট ৪০০ টাকা জমা দিতে হবে। নিজে না গিয়েও Rapid পাস কার্ড ফরমটি পূরণ করে যে কেউ আপনার হয়ে কার্ডটি সংগ্রহ করতে পারবে।
আর MRT PASS Card মেট্রোরেলের সকল স্টেশন থেকে ও সংগ্রহ করা যাবে।
মেট্রোরেলের একটি কার্ডে শুধু মাত্র এক জন ভ্রমণ করতে পারবেন তবে এক জনের কার্ড অন্য জন নিয়েও ভ্রমণ করতে পারবেন।
#
MRT # Rapid pass card # DBBL # মেট্রোরেল


মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন